সুচন্দা এখনো চলচ্চিত্রপ্রেমীদের কাছে স্নেহভাজন এক নাম। ষাটের দশকের গ্ল্যামার, সত্তরের দশকের আবেগ, আশি-নব্বইয়ের দশকে ধীরে ধীরে নির্মাতা ও প্রযোজকের পরিচয়-সব মিলিয়ে তিনি এক অনন্য যাত্রার অংশ। অনেক নতুন প্রজন্ম তাকে জানে পরিচালক সুচন্দা হিসেবে, আবার অনেকে মনে রাখে কালজয়ী নায়িকা সুচন্দা হিসেবে।